শেখ হাসিনা ও তাঁর পরিবারের স্বার্থসংশ্লিষ্ট আরও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
ছাত্র–জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ তাঁদের স্বার্থসংশ্লিষ্ট আরও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, একটি বেসরকারি ব্যাংকের ওই ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে জানানো হয়েছে, শেখ হাসিনা ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ওই ব্যাংক হিসাব থেকে অর্থ হস্তান্তরের চেষ্টা চলছে। এ জন্য ব্যাংক হিসাবটি অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি নিয়ে আদালত ওই ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এর আগে গত ১৮ মার্চ শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ তাঁদের স্বার্থসংশ্লিষ্ট আরও ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী, ৩১টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা। এর আগে ১১ মার্চ তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।