মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার

সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল। ২১ জানুয়ারিছবি: প্রথম আলো

সাইবার নিরাপত্তা আইনে হওয়া স্পিচ অফেন্স–সম্পর্কিত (মুক্তমত প্রকাশের কারণে মামলা) মামলাগুলো দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আর ‘গায়েবি মামলাগুলো’ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা করছেন তাঁরা।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

স্পিচ অফেন্স–সম্পর্কিত মামলা প্রত্যাহারের বিষয়ে আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে করা ৩২২টি স্পিচ অফেন্স–সম্পর্কিত মামলার বিচার চলছে। এগুলো প্রত্যাহার করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার অবকাশ আছে। ৩২২টি মামলার মধ্যে সরকারি কৌঁসুলির মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। তাঁরা আশা করছেন, দুই সপ্তাহের মধ্যে এ–সংক্রান্ত যতগুলো মামলা আছে সব প্রত্যাহার করা হবে।

২৫টি জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে গায়েবি মামলা হিসেবে চিহ্নিত করা গেছে। এসব মামলায় লাখ লাখ আসামি আছে।

বিগত সরকারের আমলে করা ‘গায়েবি মামলা’ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন ইতিমধ্যে ২৫টি জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে গায়েবি মামলা হিসেবে চিহ্নিত করা গেছে। এসব মামলায় লাখ লাখ আসামি আছে। চিহ্নিত হওয়া এই মামলাগুলো সাত দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। আরও অনেক জেলায় আরও মামলা আছে। এই ২৫ জেলাতেও আরও মামলার খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁরা আশা করছেন ফেব্রুয়ারির মধ্যে গায়েবি মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবেন।