উপজেলা পর্যায়ে খোলাবাজারে চালের বরাদ্দ বাড়াচ্ছে সরকার

ও এম এস এর চাল ও আটা পেতে দরিদ্র মানুষের দীর্ঘ লাইন। গতকাল সকালে নোয়াখালী জেলার শহর মাইজদীর সুধারাম থানার সামনের সড়কের পাশেফাইল ছবি প্রথম আলো

উপজেলা পর্যায়ে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে খোলাবাজারে (ওএমএস) খাদ্যসহায়তা বাড়াচ্ছে সরকার। এখন থেকে প্রতি উপজেলায় ৩ টন চালের পরিবর্তে ৪ টন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪০১ একটি উপজেলায় খোলাবাজারে খাদ্যসহায়তা দেওয়া হয়। আগে উপজেলাপ্রতি বরাদ্দ ছিল ৩ টন। এখন থেকে সেটা ৪ টনে উন্নীত করা হবে। খোলাবাজারে প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করছে সরকার।

তবে পার্বত্য অঞ্চলের ৩ জেলার ২৩টি উপজেলায় প্রতিদিন ১ টন চাল বিক্রি করা হচ্ছে। সারা দেশে ১ হাজার ৯০৩টি কেন্দ্রে ট্রাক ও দোকানের মাধ্যমে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি আটা ২৪ টাকা ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার ১ হাজার ৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চলমান আছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।