বৈশ্বিক খাদ্যনিরাপত্তা সূচকে আগের বছরের চেয়ে এ বছরে অবস্থান ভালো হয়েছে বাংলাদেশের। এগিয়েছে চার ধাপ। তবে চার ধাপ এগোলেও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা এখন ৭৯তম, বাংলাদেশ ৮০। গেল বছরে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম। শ্রীলঙ্কার অবস্থান ছিল ৭২তম।
যুক্তরাজ্যভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ‘গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেক্স ২০২২’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চলতি বছর দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে ভারত ৬৮তম, মিয়ানমার ৭২তম এবং নেপাল ৭৪তম অবস্থানে রয়েছে।
চারটি মানদণ্ড ক্রয়ক্ষমতা, সহজলভ্য, গুণগত মান ও নিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদ ও সহনশীলতার ওপর ভিত্তি করে সূচকটি প্রণয়ন করা হয়েছে। সূচকে পয়েন্ট হলো ১০০।
সার্বিক সূচকে ১১৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৮০তম। এর মধ্যে খাদ্য ক্রয়ক্ষমতায় ৫২ দশমিক ১ পয়েন্ট পেয়ে অবস্থান ৮৭তম এবং খাদ্য প্রাপ্তিতে ৬১ দশমিক ৫ পয়েন্ট পেয়ে ৪৬তম। খাদ্যের গুণগত মান ও নিরাপত্তায় ৫৮ দশমিক ৪ পয়েন্ট পেয়ে অবস্থান ৭১তম এবং টেকসই প্রাকৃতিক সম্পদ ও অভিযোজনে ৪৩ দশমিক ৯ পয়েন্ট পেয়ে অবস্থান ৯৩তম।
খাদ্যনিরাপত্তা সূচকে শীর্ষ দেশ ফিনল্যান্ড। দেশটির অর্জন ৮৩ দশমিক ৭। এর পরই আয়ারল্যান্ড, নরওয়ে, ফ্রান্স ও নেদারল্যান্ডস। আর তলানিতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। ১০০ পয়েন্টের মধ্যে দেশটির অর্জন ৩৬ দশমিক ৩। এরপরই হাইতি, ইয়েমেন, সিয়েরা লিওন ও মাদাগাস্কার।