জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।
সিটি মেয়র শাহদাত হোসেন বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন দেশের বুদ্ধিজীবীরা, যাঁরা দেশের মেরুদণ্ড। বুদ্ধিজীবী তাঁরা, যাঁরা শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, কৃষি, রাজনীতি এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে একটি জাতির উন্নয়ন সাধন করেন। আমরা আজ তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
মেয়র বলেন, ‘বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে অবশ্যই বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আমরা তাঁদের নাম ও ইতিহাস সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে চেষ্টা করব।’
মেয়র বলেন, কীভাবে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও ভালোভাবে তুলে ধরা যায়, তা জানতে বীর মুক্তিযোদ্ধাদের পরামর্শ গ্রহণ করে পাহাড়তলী বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের এবং শহীদদের ইতিহাস ও অবদানের ওপর ফলক তৈরি করা হবে। শ্রদ্ধা নিবেদনের সময় মেয়র শাহাদাতের সঙ্গে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদ ইসলামসহ অন্য কর্মকর্তারা।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পাহাড়তলী বধ্যভূমি এবং নগরের সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় ও কলেজের শহীদ মিনারে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানিয়েছে। বিকেলে পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন।
এরপর শহীদবেদিতে বুদ্ধিজীবী দিবস স্মরণে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রামের সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, যুব ইউনিয়ন নেতা রূপণ কান্তি ধর, প্রীতম দাশ, ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে ও সাধারণ সম্পাদক শুভ দেবনাথ।
সন্ধ্যায় বধ্যভূমিতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা। এ সময় প্রমার সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল প্রমুখ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে ফুল দিয়ে আরও শ্রদ্ধা জানায় উদীচী শিল্পীগোষ্ঠী, বাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন।