চট্টগ্রামে ১২ থানার ওসিকে প্রত্যাহার

পুলিশের লোগো

চট্টগ্রামের ১২ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের সই করা এক আদেশে তাঁদের প্রত্যাহারের কথা জানানো হয়। অন্তর্বর্তী সরকার গঠনে আসার পর চট্টগ্রামে এই প্রথম থানার ওসি পদে রদবদল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, জেলার ১২ থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এসব থানায় শিগগিরই নতুন ওসি দেওয়া হবে।

যেসব থানার ওসি প্রত্যাহার করা হয়েছে সেগুলো হলো হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, ভুজপুর, বাঁশখালী, মিরসরাই, সন্দ্বীপ, বোয়ালখালী ও পটিয়া।