সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীফাইল ছবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ সোমবার দুপুরে এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।

পিপি মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, সাইফুজ্জামানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার করে বহু বাড়ি ক্রয়সহ নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। যেকোনো সময় তিনি ও তাঁর স্ত্রী দেশত্যাগ করতে পারেন বলে দুদক জানতে পেরেছে। এ জন্য তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজ আদালতে আবেদন করা হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেছেন।

পিপি আবদুস সালাম জানান, দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে জানানো হয়েছে, সাইফুজ্জামানের বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। দুদকের অনুসন্ধানে জানা যায়, সাইফুজ্জামান বিদেশে অর্থ পাচার করে নিজ নামে, পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে ৩৫০টি বাড়ি কিনেছেন। সংযুক্ত আরব আমিরাতে তিনি বাড়ি কিনেছেন ২২৮টি। আর যুক্তরাষ্ট্রে নয়টিসহ অন্যান্য দেশেও তিনি বাড়ি কিনেছেন। এর বাইরে অবৈধভাবে দেশেও তিনি সম্পদ অর্জন করেছেন বলে জানা যায়।

আরও পড়ুন
আরও পড়ুন

সাইফুজ্জামানের দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে গত ১৯ সেপ্টেম্বর কাতারভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরা ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামের এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, সাইফুজ্জামান শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। এর বেশির ভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। বাড়িগুলোর বর্তমান বাজারমূল্য ৩২ কোটি ডলার। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৮২৪ কোটি টাকার বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও তাঁর সম্পদ রয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন