সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১ ফেব্রুয়ারি, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে-পরে কী ঘটেছিল, জানালেন অধ্যাপক ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিসে হাসপাতালে থাকার সময় প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব পাওয়া, ঢাকায় আন্দোলনকারী ছাত্রনেতাদের সঙ্গে মুঠোফোনে আলাপ এবং সেই সময়ে তাঁর চিন্তাভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিস্তারিত পড়ুন...

ভারতে মোদি সরকার হঠাৎ অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে বিল আনছে কেন

ভারত পার্লামেন্ট ভবন
ছবি: রয়টার্স

মসজিদ, মাজারসহ মুসলমানদের বিভিন্ন ওয়াক্‌ফ সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ নিশ্চিত করতে বিতর্কিত ওয়াক্‌ফ বিল সংসদের বাজেট অধিবেশনেই পেশ হতে চলেছে। এরই সঙ্গে নরেন্দ্র মোদি সরকার আনতে চলেছে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স’ বিল, যাতে বিদেশ থেকে এ দেশে অবৈধভাবে আসা নাগরিকদের স্রোত নতুনভাবে নিয়ন্ত্রণ করা যায়।
বিস্তারিত পড়ুন...

বিএনপি কি একটা ঝামেলায় পড়তে যাচ্ছে

এ সময়ের একটি আলোচিত শব্দ হলো নির্বাচন। এটি বিবেচনায় রেখে তৈরি হয়েছে অনেকগুলো পক্ষ। কেউ নির্বাচন চায়, কেউ চায় না। কেউ আগে চায়, কেউ চায় ধীরেসুস্থে। যারা জেতার সম্ভাবনা বেশি দেখে, তারা রোজই বলছে, শিগগিরই নির্বাচন হোক। যাদের জেতার তেমন সম্ভাবনা নেই, তারা আরও মুখর। এ নিয়ে কথা-চালাচালি আর কাইজা চলছে।
বিস্তারিত পড়ুন...

কোচের বিরুদ্ধে সাবিনাদের বিদ্রোহ: বাফুফে এখন কী করবে

সাংবাদিকদের সামনে কথা বলছেন সাবিনা
প্রথম আলো

‘ব্যাপারটা আমাদের আত্মসম্মানের’...এটুকু বলেই মাথা নিচু করে ফেললেন সাবিনা খাতুন, আর মাথা তুলছিলেন না। মিনিটখানেক পর মাথা তুললে দেখা যায়, তাঁর চোখে পানি। কথা আর বাড়ালেন না। পিছিয়ে গিয়ে সামনে জায়গা করে দিলেন আরেকজনকে।
বিস্তারিত পড়ুন...

নারী শিল্পীরাই কেন লক্ষ্যবস্তু

অপু বিশ্বাস, পরীমনি, মেহজাবীন চৌধুরীদের মতো তারকারা বাধার মুখে পড়েছেন
কোলাজ

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁ উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল, তবে একদল জনতার বাধার মুখে শেষ পর্যন্ত যেতে পারেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিন মাসের ব্যবধানে একই কায়দায় চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী, টাঙ্গাইলে পরীমনি বাধার মুখে পড়েছেন।
বিস্তারিত পড়ুন...