ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত

গত ২৭ মার্চ সংবাদ সম্মেলন করে ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজনের ঘোষণা দেয় ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ফাইল ছবি: প্রথম আলো

ইসরায়েলের হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের’ ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত করা হয়েছে। সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় একযোগে যে কনসার্ট এক দিন পিছিয়ে ১২ এপ্রিল হওয়ার কথা ছিল, তা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উদ্‌যাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছিল ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। একই দিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরও পড়ুন