শক্তিশালী পাসপোর্ট সূচকে ৫ ধাপ এগোল বাংলাদেশ

পাসপোর্ট
প্রতীকী ছবি

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৬তম। গত জানুয়ারি মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। তখন যৌথভাবে কসোভোও একই অবস্থানে ছিল।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স গতকাল মঙ্গলবার এই সূচক প্রকাশ করেছে।

সূচকের তথ্য বলছে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন।

‘দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স’ অনুযায়ী, এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। দেশটির পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন।

সূচকে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি, ইতালি ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এই দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

সূচকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৮০তম। ভারতের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে আছে সেনেগাল ও টোগো। এই তিন দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ৫৭টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন।

আরও পড়ুন

কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। সূচক তৈরিতে আন্তর্জাতিক আকাশ পরিবহন কর্তৃপক্ষের (আইএটিএ) তথ্য ব্যবহার করা হয়।