সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৯ জানুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রেলওয়ে কর্মীরা কী চান, কর্তৃপক্ষ কী ভাবছে

দাবি পূরণে কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কমলাপুর স্টেশন, ঢাকা, ২৮ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ

ট্রেন পরিচালনায় যুক্ত কর্মচারীরা বাড়তি সময় কাজ করেন। তাই তাঁদের এক মাসের দায়িত্ব দুই মাস কিংবা এর চেয়ে বেশি সময় কাজ করেছেন ধরে বেতন হিসাব করার রীতি ব্রিটিশ আমল থেকেই। এসব কর্মচারী অবসরের পর পেতেন বাড়তি সুবিধা। বিশেষ এই সুবিধা পুরোপুরি দেওয়া না-দেওয়া নিয়ে অচল হয়ে পড়ে সরকারের গণপরিবহন রেলওয়ে। বিস্তারিত পড়ুন...

মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাঁরা যাবেন, তাঁরা সামনেও পরাজিত হতে বাধ্য: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম
ফাইল ছবি: প্রথম আলো

এ দেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এ দেশে রাজনীতি করতে হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাঁরা যাবেন, তাঁরাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য। বিস্তারিত পড়ুন...

সরকার কি আমলাতন্ত্রের ফাঁদে পড়েছে

সচিবালয়ে প্রশাসন ক্যাডারের কর্মচারীদের প্রতিবাদ
ছবি: ডেইলি স্টার

প্রায় ২৫০ বছর আগে কলকাতার ডালহৌসিতে রাইটার্স বিল্ডিং গড়ে উঠেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ও করণিক কাজ করার জন্য ইংল্যান্ড থেকে আসা ক্লার্ক বা কেরানিদের থাকার জায়গা ছিল সেটা। রাইটার্স বিল্ডিংই হয়ে উঠেছিল ব্রিটিশ ঔপনিবেশিক আমলের প্রশাসনিক কাজের জায়গা। সে কারণে এটিকে পরবর্তী সময়ে মহাকরণ বলা হতো। ২০১৩ সাল পর্যন্ত সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় ছিল। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচতে মেয়ে সেজে লুকিয়ে ছিলেন পানামার স্বৈরশাসক নরিয়েগা

পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল নোরিয়েগা
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সাহসের পরিচয় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর একসময়ের ঘনিষ্ঠ ও পানামার স্বৈরশাসক ম্যানুয়েল অ্যান্তনিও নরিয়েগা। তবে মার্কিন বাহিনীর অভিযান শুরুর পর ভয় পেয়ে তিনি ভ্যাটিকানের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। ধরা পড়া থেকে বাঁচতে নারী সেজে তিনি ওই দূতাবাসে লুকিয়েছিলেন।
বিস্তারিত পড়ুন...

পরীমনির জামিনদার কে এই তরুণ

একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তাঁর সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। তরুণ গায়ক শেখ সাদীর বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে। ইউটিউবে এসব গানের ভিউ কোটি পার হয়েছে। বিস্তারিত পড়ুন...