সাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টি হতে পারে সারা দিন

আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি এখন স্থল নিম্নচাপ আকারে যশোর অঞ্চলে আছে। এর প্রভাবে আজ শনিবার দেশজুড়ে সারা দিন বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রোববার থেকে বৃষ্টি খানিকটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ সকালে প্রথম আলোকে বলেন, এখন যে বৃষ্টি হচ্ছে, তা মূলত গভীর নিম্নচাপের কারণে। এটি স্থল নিম্নচাপ আকারে যশোর অঞ্চলে রয়েছে। এখন ক্রমশ পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে এটি। এতে করে আগামীকাল থেকে বৃষ্টি খানিকটা কমবে। তবে আজ সারা দিন দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হতে পারে।

যে বৃষ্টি শুরু হয়েছে, তা আগামীকাল থেকে অনেকটাই কমবে। পরশু সোমবার থেকে বৃষ্টি একদমই থাকবে না বলে ধারণা করা হচ্ছে।
বজলুর রশিদ, আবহাওয়াবিদ

এদিকে, গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ২২৩ মিলিমিটার। একই সময় রাজধানীতে বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার। রাজধানীর আকাশ আজ সকাল থেকে মেঘলা। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমনটা সারা দিনই চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

আরও পড়ুন

গত মাসের ২০ তারিখের দিক থেকে দেশের দক্ষিণ–পূর্বাঞ্চল ও উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে ভারী বৃষ্টি হয়। এর সঙ্গে ছিল উজান থেকে নেমে আসা ঢল। এ দুইয়ে মিলে ১১ জেলায় বন্যা হয়। তাতে আক্রান্ত হন প্রায় অর্ধকোটি মানুষ। এসব অঞ্চলে বন্যার ক্ষতচিহ্ন এখনো রয়েছে।

গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ২২৩ মিলিমিটার। একই সময় রাজধানীতে বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার। রাজধানীর আকাশ আজ সকাল থেকে মেঘলা। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমনটা সারা দিনই চলতে পারে।

গত প্রায় আট দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম পড়ে। অন্তত ২০টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায় গত বৃহস্পতিবার পর্যন্ত। তবে ওই দিন বিকেলের পর থেকে বিশেষ করে দক্ষিণ–পূর্ব অঞ্চলের কক্সবাজার ও চট্টগ্রামে বৃষ্টি শুরু হয় ব্যাপকভাবে। কক্সবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। প্লাবিত হয় কক্সবাজার শহরসহ বিভিন্ন অঞ্চল।

আরও পড়ুন

বৃষ্টির কারণে অবশ্য গতকাল থেকেই তাপমাত্রা খানিকটা করতে শুরু করেছে। আজ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তবে রাতের তাপমাত্রা আবার খানিকটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, যে বৃষ্টি শুরু হয়েছে, তা আগামীকাল থেকে অনেকটাই কমবে। পরশু সোমবার থেকে বৃষ্টি একদমই থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন