ঢাকায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস
রাজধানীতে এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আজ রোববার সকালে ঠিক গতকাল শনিবারের মতোই প্রায় কুয়াশাহীন। রোদ উঠেছে ঝলমলিয়ে। আর এতেই তাপমাত্রা অনেকটা বেড়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। শুধু রাজধানী নয়, দেশের অন্যত্রও বেড়েছে তাপমাত্রা। শৈত্যপ্রবাহ এখন প্রায় কোনো এলাকায় নেই বললেই চলে। তবে আগামী মঙ্গল অথবা বুধবার থেকে দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তার পর থেকে তাপমাত্রা আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে গত বৃহস্পতি ও শুক্রবার পুরো শহর ঢেকে ছিল ঘন কুয়াশায়। আসলে বুধবার থেকেই দেশের প্রায় সর্বত্র ছিল কুয়াশার দাপট। গতকাল থেকে রাজধানীর কুয়াশা উধাও হয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজ প্রথম আলোকে বলেন, রাজধানীতে আবহাওয়ার এখন যেমন অবস্থা, তা মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত একই রকম থাকতে পারে। মঙ্গলবার থেকে রংপুর ও ময়মনসিংহ বিভাগে বিশেষ করে মেঘলা আবহাওয়া ও বৃষ্টিও হতে পারে। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই জনপদেই ছিল সবচেয়ে কম তাপমাত্রা, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ার পর আজ দেশের আরেক সর্বনিম্ন তাপমাত্রার এলাকা যশোর, সেখানে তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গত শুক্রবার দেশের ১৩ জেলায় শুরু হয় শৈত্যপ্রবাহ। তবে গতকাল থেকেই শৈত্যপ্রবাহ কমে আসে।