আবার শৈত্যপ্রবাহ শুরু, কয় দিন থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে চলতি মৌসুমের দ্বিতীয় দফায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। সকালের কনকনে শীতকে উপেক্ষা করে হাওয়াই মিঠাই বিক্রি করতে বের হয়েছেন দুই ব্যক্তি। ছবিটি আজ সকাল পৌনে ৯টায় পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া এলাকা থেকে তোলাছবি: রাজিউর রহমান

এক দিনের ব্যবধানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে আজ রোববার। আজ দেশের অন্তত দুই জেলায় মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীর তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকলেও দেশের প্রায় বেশির ভাগ স্থানে তাপমাত্রা গতকালের চেয়ে কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা কমার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ উত্তরের দুই জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে।

আজ কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর অতি তীব্র শৈত্যপ্রবাহ তখনই হয়, যখন সর্বনিম্ন তাপমাত্রা হয় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।

চলতি মাসে দ্বিতীয়বারের মতো মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কোনো এলাকায়। এমন অবস্থা কয় দিন থাকতে পারে—এর উত্তরে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবারও তাপমাত্রা কমতির দিকে থাকতে পারে। কিছু এলাকায় শৈত্যপ্রবাহও থাকতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। দুই দিন পর থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে।

গত ডিসেম্বর মাসের শেষ ও চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে শীত বাড়তে থাকে। একাধিক এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। পরে আবার তাপমাত্রা কমে যায়। এরপর তাপমাত্রা বেড়েছে আর কমেছে গত কয়েক দিনে। আবহাওয়াবিদেরা বলছেন, এবার শীতের তীব্রতা ততটা অনুভব করা যাচ্ছে না।

এ মাসের ২৪ তারিখের দিকে তাপমাত্রা আবার কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

আজ দেশের বিভিন্ন স্থানে গতকালের চেয়ে তাপমাত্রা কমে গেছে। যেমন বেশি শীত পড়া এলাকাগুলোর মধ্যে নওগাঁর বদলগাছীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এভাবে প্রায় সব এলাকার তাপমাত্রা কমলেও রাজধানীর তাপমাত্রা কিন্তু অপরিবর্তিত আছে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের মতো আজও ১৭ ডিগ্রি সেলসিয়াস।