শীত বাড়ল অনেকটাই, ৮ জেলায় শৈত্যপ্রবাহ
রাজধানীসহ দেশজুড়েই শীতের তীব্রতা বেড়েছে। আজ রোববার দেশের আট জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল শনিবার দেশের দুই জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর গতকালই জানিয়েছিল, আজ থেকে এর পরিধি বাড়তে পারে। আগামীকাল সোমবারও শীতের তীব্রতা এমনটাই থাকতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
আজ দেশের যে আট জেলায় শৈত্যপ্রবাহ বইছে, তার বেশির ভাগই উত্তরের জনপদ। এর মধ্যে আছে নওগাঁ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর ও পঞ্চগড়; উত্তরাঞ্চল বাদ দিয়ে আর অন্য দুই জেলা হলো মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
দেশের অন্যান্য স্থানের মতো আজ রাজধানীতেও কমে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ এ নগরীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ প্রথম আলোকে বলেন, গতকালের চেয়ে শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে। আগামীকালও তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। তবে আগামী বুধবার থেকে তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
চলতি মাসে দেশে একবারই মাত্র মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। মৃদু শৈত্যপ্রবাহও খুব বিস্তৃত ছিল না। এ দফায় শৈত্যপ্রবাহ কেমন হতে পারে? এ প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, এ দফায় মাঝারি আকারের শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকলেও তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।
যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর অতি তীব্র শৈত্যপ্রবাহ তখনই হয়, যখন সর্বনিম্ন তাপমাত্রা হয় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।