ঢাকার বায়ু আজ খুব অস্বাস্থ্যকর

বায়ুদূষণফাইল ছবি: প্রথম আলো

ঢাকার বায়ুদূষণ কমছে না। সপ্তাহের ছুটির দ্বিতীয় দিন আজ শনিবারও বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। আজ দুপুর ১২টার দিকে আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২৮৯। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আজ বিশ্বে বায়ুদূষণে ৪২৫ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে আছে ভারতের দিল্লি। আর ৩৫২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার বায়ুর আজ যে মান, তা যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে স্থানগুলোয় দূষণ বেশি, এর মধ্যে আছে ঢাকার মার্কিন দূতাবাস (৪৭৯), ইস্টার্ন হাউজিং-২ (৩৪২) ও কল্যাণপুর (২৯৯)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৪২ দশমিক ৮ গুণ বেশি।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।