আজ চাঁদ দেখা গেলে কাল রোজা, কেমন থাকবে আবহাওয়া

আবহাওয়া অধিদপ্তরছবি: অধিদপ্তরের ফেসবুক থেকে নেওয়া

আজ শনিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আগামীকাল রোববারও সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে অধিদপ্তর।

সৌদি আরবে আজ পবিত্র রোজা শুরু হয়েছে। মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানে আজ থেকে পবিত্র রোজা শুরুর ঘোষণা দিয়েছে দেশগুলোর সরকার।

আমাদের দেশে আজ সন্ধ্যা ছয়টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র রোজা শুরু হবে। আগামীকাল আবহাওয়া শুষ্ক থাকবে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমতে পারে।