সশস্ত্র বাহিনীতে চাকরিচ্যুত ও বঞ্চিতদের জন্য কমিশন গঠনের দাবি

‘জাস্টিস ফর কমরেডস’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সশস্ত্র বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনেছবি: প্রথম আলো

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ১৬ বছরে আওয়ামী আনুগত্য স্বীকার না করা, অন্যায় আদেশ মেনে না নেওয়া ও ভিন্ন মতাবলম্বী হিসেবে চিহ্নিত করে সশস্ত্র বাহিনীর অনেক সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেককে পদোন্নতি বঞ্চিত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি দল।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জাস্টিস ফর কমরেডস’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে বঞ্চিতদের যোগ্যতার নিরিখে পদোন্নতি, পুনর্বহাল ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি ‘স্বাধীন কমিশন’ গঠনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাস্টিস ফর কমরেডসের সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. সামসুল ইসলাম বলেন, গত ১৫ বছরে স্বৈরশাসনের আমলে যেসব কর্মকর্তা বিভিন্নভাবে নিগৃহীত ও ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন, তাঁরা খুবই করুণ পরিস্থিতিতে জীবন যাপন করছেন। অনেককে প্রহসনের বিচারের মাধ্যমে শাস্তি দিয়ে চাকরিচ্যুত এবং পদোন্নতি ও সুবিধাবঞ্চিত করা হয়েছে, যা সামরিক পরিমণ্ডলের ভেতরে ও বাইরে তাঁদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মতলুব আহমদ, মেজর (অব.) এ কে এম হুমায়ুন কবির, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মনিরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মাহদী নাছরুল্লাহ শাহীর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শামীমুর রহমান, কমান্ডার (অব.) নেছার আহমেদ জুলিয়াস, ক্যাপ্টেন হাবিবা ইসলাম, মেজর মাহবুব পারভেজ প্রমুখ।