সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। আজ প্রয়াত হয়েছেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সন্‌জীদা খাতুন। তাঁর মৃত্যুর সংবাদ এবং তাঁকে নিয়ে লেখা একাধিক লেখা উঠেছে আজ প্রথম আলো অনলাইনে। রাজধানীতে বিএনপির আয়োজিত আলোচনা সভায় কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর মন্তব্যে পাঠকের আগ্রহ ছিল। জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলোয় প্রকাশিত হয়েছেন নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সন্‌জীদা খাতুন আর নেই

সন্‌জীদা খাতুন
ফাইল ছবি

সন্‌জীদা খাতুনের বিপুল কর্মময় বর্ণাঢ্য জীবন সামগ্রিকভাবে বাঙালির মানস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আজ মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বিস্তারিত পড়ুন...

যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের আলোচনা সভায়
ছবি: শুভ্র কান্তি দাশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন (নির্বাচনী প্রচারাভিযান) করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি।’ বিস্তারিত পড়ুন...

গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্প কেন এত মরিয়া

বরফে ঢাকা গ্রিনল্যান্ডের একটি শহর
ফাইল ছবি: রয়টার্স

এখন পর্যন্ত গ্রিনল্যান্ডের নেতারা ট্রাম্পের এমন অভিপ্রায়কে দৃঢ়, তবে ভদ্রভাবে নাকচ করে দিয়েছেন। তাঁরা বারবার বলছেন, এটা (গ্রিনল্যান্ড) বিক্রির জন্য নয়। বিস্তারিত পড়ুন...

তামিম রক্ষা পেলেন, আমাদের করণীয় কী

তামিম ইকবাল
ছবি: প্রথম আলো

উন্নত বিশ্বের এ চিকিৎসা এখন বাংলাদেশে অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হচ্ছে। এই প্রাইমারি পিসিআইয়ের মাঝখানে তামিম ইকবালকে লম্বা সময় সিপিআর, মানে বুকে চাপ দিয়ে হার্টের কার্যকারিতা চালু করার চিকিৎসাসহ ডিসি শক দিয়ে তাঁর বন্ধ হয়ে যাওয়া হার্টকে ফিরিয়ে আনা হয়েছে। বিস্তারিত পড়ুন...

‘মা নায়িকা, সন্তান কী ভাববে’, বর্ষার মন্তব্যের জবাব দিলেন দীপা

দীপা খন্দকার ও বর্ষা
ছবি: কোলাজ

দীপা লিখেছেন, ‘আমি লেখায় মিন করে করেছি, সন্তান যদি ওই বয়সে মাকে নায়িকা হিসেবে দেখে, তাহলে সেটা হবে গর্ব করার মতো মুহূর্ত। আর আমি আমার শেষনিশ্বাস পর্যন্ত অভিনয় করতে চাই। সুতরাং আমার তাঁর কথার সঙ্গে একমত হওয়ার প্রশ্নই আসে না।’ বিস্তারিত পড়ুন...