কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি হয়রানির অভিযোগ সনাতনী জাগরণ জোটের, বরিশালে সমাবেশ স্থগিত
পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তাদের অভিযোগ, এই কর্মসূচিকে কেন্দ্র করে জোটের কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। আগামীকাল শুক্রবার বিকেলে আগৈলঝাড়ার বাটারা বাজারে এই জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি এবং তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল করার কথা ছিল।
সংবাদ সম্মেলনে জোটের অন্যতম প্রতিনিধি আইনজীবী সুমন কুমার রায় বলেন, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার আগৈলঝাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল ছিল। এই কর্মসূচি সফল করার জন্য যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে যেন কোনো কর্মসূচি না করা হয়।
সংবাদ সম্মেলন থেকে বলা হয়, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি আশিষ বাড়ইকে গ্রেপ্তারের জন্য তাঁর গ্রামের বাড়িতে যান গোপালগঞ্জের কোতোয়ালি থানার সদস্যরা। তাঁকে না পেয়ে তাঁর ভাইকে ধরে নিয়ে যান এবং কিছুক্ষণ পরে ছেড়ে দেন। কর্মসূচি পালন না করতে তাঁকে হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার প্রথম আলোকে জানান, পুলিশি হয়রানির কারণে বরিশালের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পেলে পরবর্তী সময়ে কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি সাজেন কৃষ্ণ বল, রাজ ঘোষ, শান্ত সাহা, প্রসেনজিৎ সাহা, তন্ময় মৌলিক, সৌরভ সরকার, দেব দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।