অনুমোদন ছাড়া সংবাদ প্রচার, পাঁচ সংবাদমাধ্যম সিলগালা
চট্টগ্রামে অনুমোদন ছাড়াই সংবাদ প্রচারের দায়ে পাঁচটি অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয় সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি এসব সংবাদমাধ্যমের মালামাল জব্দ করা হয়েছে। আজ চট্টগ্রাম জেলা প্রশাসন এ অভিযান চালায়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই সংবাদ প্রচার করে আসছিল চট্টগ্রাম নগরের পাঁচটি অনলাইন সংবাদমাধ্যম। খবর পেয়ে এসব সংবাদমাধ্যমের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় তাঁদের কাছে সংবাদ প্রচারের অনুমোদন দেখতে চাইলে তাঁরা দেখাতে পারেনি। তাই ‘সি প্লাস টিভি’, ‘এসবি টিভি’, ‘দৈনিক অর্থনীতি’, ‘২৪ টিভি’ ও ‘সি ভিশন টিভি’ সংবাদমাধ্যমের কার্যালয় সিলগালা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। একই সঙ্গে সংবাদমাধ্যমগুলোর মালামাল জব্দ করা হয়।
আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পৃথক দুই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও হিমাদ্রী খীসা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়েই আইপি টিভি ও ইউটিউব চ্যানেল কৌশল অবলম্বন করে অবৈধভাবে সংবাদ সম্প্রচার করে আসছিল এই অনলাইন সংবাদমাধ্যমগুলো। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, ‘২৪-টিভির’ কার্যালয়ে ভেজাল মসলা, ভেজাল ভোজ্যতেল, ভেজাল চুলের তেল, ভেজাল মধু পাওয়া গেছে। বিএসটিআইয়ের পক্ষ থেকে ২৪-টিভির বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, এই পাঁচ প্রতিষ্ঠানের সংবাদ প্রচারের কোনো অনুমোদন নেই। তাই কার্যালয় সিলগালা করে মালামাল জব্দ করা হয়েছে।