মেলায় লেগেছে বসন্তের রং

অমর একুশে বইমেলায় ছিল পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের ছোঁয়া। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানেছবি: প্রথম আলো

গণ-অভ্যুত্থানের এই মহানগরে অনেক রক্ত, অশ্রু, শোক, বেদনার প্রহর পেরিয়ে আজ প্রাণের উত্তাপ নিয়ে, প্রেমের বারতা বয়ে আনল বসন্ত। তবে অমর একুশের বইমেলায় বসন্তের রঙের ছোঁয়া লেগেছিল গতকালই। বেলা তিনটায় মেলার দ্বার খোলার পর থেকেই দলে দলে সুসজ্জিত নারী–পুরুষ আসতে থাকেন মেলা প্রাঙ্গণে। কিশোরী, তরুণী থেকে গৃহিণী—অধিকাংশ নারীর পরনেই ছিল বাসন্তী রঙের শাড়ি। মেলায় প্রবেশপথের সামনেই সারি দিয়ে বসেছে গাঁদা-গোলাপসহ মৌসুমি ফুলের পসরা। সেখান থেকে মালা বা ফুলের রিং কিনে তাঁরা বসন্তের সাজ পূর্ণ করেছেন রঙিন ফুলে ফুলে। পুরুষদের পরনেও ছিল সঙ্গিনীর সঙ্গে মানানসই পাঞ্জাবি বা উজ্জ্বল রঙের পোশাক। তাতেই বসন্তের রঙিন আভাস ছড়িয়ে পড়েছিল বইমেলায়।

রূপ নারানের কূলে আহমাদ মোস্তফা কামাল কথা প্রকাশ

মেলা আজ আরও বর্ণাঢ্য হয়ে উঠবে সকাল থেকেই। ছুটির দিনে পড়েছে বসন্ত ও ভালোবাসা দিবস। বেলা ১১টা থেকে মেলা শুরু হবে শিশুপ্রহর দিয়ে। শিশুপ্রহর চলবে বেলা একটা পর্যন্ত। পবিত্র শবে বরাতের কারণে মেলা রাত নয়টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ হবে।

গতকাল মেলায় যেমন প্রাক্‌–বসন্তের রং লেগেছিল, তেমনি বিক্রিও বেড়েছিল আগের দিনের চেয়ে। ঐতিহ্যের ব্যবস্থাপক আমজাদ হোসেন বললেন, আশা আছে, এবার বসন্তের পয়লা দিনে ভালোই বিক্রি হবে।

সাধারণ গ্রন্থানুরাগীরা ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সন্ধ্যায় এসেছিলেন বইমেলায়। তিনি মেলার বেশ কিছু স্টল ঘুরে দেখেন। সাংবাদিকদের বলেন, সব বয়সের পাঠকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি তরুণদের পাঠাভ্যাস গড়ে তুলতে প্রেরণা দিয়ে সবার মঙ্গল কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ নেতা-কর্মীরা।

যেখানে সীমান্ত তোমার খন্দকার স্বনন শাহরিয়ার প্রথমা প্রকাশন

জাতীয় সাহিত্য প্রকাশের স্টলের সামনে কথা হলো কবি দিলদার হোসেনের সঙ্গে। এবার তাঁর দুটি প্রবন্ধগ্রন্থ এসেছে বইমেলায়—মাইকেল অন্বেষণ এসেছে প্যারিস পাবলিশার্স ও আমার নজরুল এসেছে মহাবাংলা থেকে। তিনি বললেন, বইমেলার পরিবেশ সব রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে শান্তিময় থাকা উচিত।

নানা মত–পথের মানুষ এখানে আসবেন। লেখক-পাঠকে খোলামেলা আলোচনা হবে। তাহলে মেলার পরিবেশ থাকবে প্রাণবন্ত।

অনেক মানুষ মেলায় আসছেন। তবু পরিবেশে কোথাও যেন একটু অস্বস্তির ভাব রয়েছে বলে তাঁর মনে হয়েছে।

গতকাল মেলায় নতুন বই এসেছে ৮৫টি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে কথা প্রকাশ এনেছে আহমাদ মোস্তফা কামালের গল্প রূপ নারানের কূলে; ঐতিহ্য এনেছে আলতাফ শাহনেওয়াজের কবিতার বই তবু আমরা জেগে থাকবো; প্রথমা এনেছে খন্দকার স্বনন শাহরিয়ারের উপন্যাস যেখানে সীমান্ত তোমার; পাঞ্জেরী এনেছে মনি হায়দারের কিশোর উপন্যাস উড়িতেছে সোনার ঘোড়া এবং পাঠক সমাবেশ এনেছে আবুল আহসান চৌধুরী সম্পাদিত বিশ শতকের কথাশিল্পী ফজলুর বারি চৌধুরীর আগুনের খেলা ও অন্যান্য গল্প।

তবু আমরা জেগে থাকবো আলতাফ শাহনেওয়াজ ঐতিহ্য

প্রথমার স্টলে গতকাল কিশোর উপন্যাস রকিব হাসানের রহস্যের দ্বীপ, আবুল বাশার অনূদিত স্টিফেন হকিংয়ের থিওরি অব এভরিথিং, বিরূপাক্ষ পালের বিতর্ক ভুবন, শেখ আবদুল হাকিম অনূদিত দ্য ম্যান ফ্রম পাকিস্তান, এম এ আজিজের সুন্দরবনের প্রাকৃতিক ইতিহাস বইগুলো ভালো চলেছে বলে বিক্রয় প্রতিনিধিরা জানালেন।