ছয় পুলিশ ও দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অপরাধ ট্রাইব্যুনালের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

পুলিশের উচ্চ ও মধ্যম পর্যায়ের ছয় কর্মকর্তা এবং আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় ঢাকা শহরে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

আজ সোমবার দুপুরে চারটি আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন।

গাজী মোনাওয়ার হুসাইন বলেন, ট্রাইব্যুনালের কাছে তিনি তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ না করতে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান। ট্রাইব্যুনাল তাঁর আবেদন মঞ্জুর করে কারও নাম প্রকাশ করেননি।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান, প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আজ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। যাঁদের ছয়জন পুলিশ কর্মকর্তা এবং দুজন ঢাকা শহরের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তাঁদের বিরুদ্ধে তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। আজ যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাঁদের প্রত্যেকেই ঢাকা শহরে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত।