নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন নিশ্চিত করতে বলা হয়েছে: স্বরাষ্ট্রসচিব

স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনিছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে

নির্ধারিত সময়ে পোশাকশ্রমিকদের বেতন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি। আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা–সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রসচিব এ কথা জানান।

বৈঠকে নির্ধারিত সময়ে পোশাকশ্রমিকদের পাওনা পরিশোধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, শ্রমিক অসন্তোষ কমাতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। শ্রমিকদের বেতন নির্ধারিত সময়ে যাতে দেওয়া হয়, সেটি নিশ্চিত করতে সবার সঙ্গে কথা হয়েছে। সবাইকে বলা হয়েছে শ্রমিকেরা যেন নির্ধারিত সময়ে বেতন পায়। কোনো সম্পদ যাতে নষ্ট না হয়।

স্বরাষ্ট্রসচিব বলেন, যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, কোথাও চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে। শপিং মলে যাতে চাঁদাবাজি না হয় সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আসন্ন ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ হবে না বলে জানান স্বরাষ্ট্রসচিব।

কুচকাওয়াজ কেন হবে না—এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘নরমালি, গতবারও যেমন হয়নি, এবারও হচ্ছে না। আমরা এখন আছি...প্রধান উপদেষ্টা বলেছেন, একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা এখন আনন্দ করার মেজাজে নেই।’

এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও কুচকাওয়াজ হয়নি। তখন কুচকাওয়াজের পরিবর্তে সারা দেশে বিজয় মেলা হয়েছিল।

স্বরাষ্ট্রসচিব বলেন, ‘রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এবং ২৬ মার্চ—এই তিনটা একসঙ্গে পড়েছে। সভায় আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি।’

২৬ মার্চ কোনো নিরাপত্তাঝুঁকি দেখছেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘কোথাও নিরাপত্তাঝুঁকি দেখছি না।’ তিনি বলেন, কিছুদিনের মধ্যে দেখবেন পুলিশ শক্ত হচ্ছে।

আরও পড়ুন