শারদীয় দুর্গাপূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) ২৩টি চা–বাগানে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মিছিলে মুখরিত ছিল চা–বাগানগুলো।
কর্মসূচি পালনকালে চা–শ্রমিক নেতারা বলেন, দৈনিক মাত্র ১০২ টাকার মজুরিতে ৬ থেকে ৭ সদস্যের একটি পরিবারের জীবন যাপন করা খুবই কষ্টকর। প্রতি দুই বছর অন্তর চা–শ্রমিক ইউনিয়ন ও চা–বাগান মালিকপক্ষের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ বৈঠক করে মজুরি বৃদ্ধি করা হয়। মজুরি বৃদ্ধির মেয়াদ শেষে আরও কয়েক মাস পেরিয়ে গেলেও নতুন করে মজুরি এখনো বৃদ্ধি হয়নি। তাই বাধ্য হয়ে বুধবার একযোগে বাংলাদেশের ২২৮টি চা–বাগানে ২ ঘণ্টার কর্মবিরতি পালনসহ বিক্ষোভ মিছিল চলছে।
বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, চা–শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি একটি নিয়মতান্ত্রিক বিষয়। এটা না করা শ্রমিকদের সঙ্গে প্রতারণার শামিল।
ইউনিয়নের মনু-ধলই ভ্যালির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা বলেন, মেয়াদ অতিবাহিত হওয়ার পরও মজুরি বৃদ্ধি না করাটা চা–শ্রমিকদের ওপর অমানবিক আচরণের শামিল। চা–শ্রমিকদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা দোরগোড়ায়। এ সময়ে চা–শ্রমিকেরা সন্তানদের জন্য নতুন জামাকাপড় কেনেন। ঘরে ভালো-মন্দ খাবারের আয়োজন করেন। এ অবস্থায় মজুরি বাড়ানোর সঙ্গে সঙ্গে উৎসব বোনাস দেওয়ার দাবি জানান তিনি।