সুজানগর পৌর নির্বাচন স্থগিতের আদেশ
পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রওশন আলী আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
পৌর এলাকার বর্ধিত অংশের ভোটার তালিকা হালনাগাদ না করেই নির্বাচনের তফসিল ঘোষণার বিরুদ্ধে আদালতে করা রিটের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়। ১৫ ডিসেম্বর উচ্চ আদালতের দুজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রিটার্নিং কর্মকর্তা রওশন আলী বলেন, ‘গত মঙ্গলবার আমরা আদালতের নির্দেশনা পাই। এরপর আজ বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ভায়না ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন সদস্য রিটটি করেছিলেন। তাঁরা হলেন ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোখছেদ আলী।
ভায়না ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন সদস্য রিটটি করেছিলেন। তাঁরা হলেন ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোখছেদ আলী।
রিটকারী দুজন বলেন, ১৯৯৮ সালে এ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এ সময় সাবেক সুজানগর ইউপির ১ নম্বর ওয়ার্ডের মথুরাপুর, নারায়ণপুর ও কৃষ্ণপুর পৌর এলাকা থেকে বাদ পড়ে। স্থানীয় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা এলাকাগুলো পৌরসভার অন্তর্ভুক্ত করার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ১৭ এপ্রিল ও ৬ আগস্ট মাসে গ্রাম তিনটি পৌরসভার অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু গেজেট অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ না করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর ভোটার তালিকা হালনাগাদের দাবি তোলেন লোকজন। এ দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
আগামী ১৬ জানুয়ারি এ পৌরসভা নির্বাচনে ভোট নেওয়ার কথা। সে অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে মেয়র পদে দুজন ও কাউন্সিলর পদে ৪৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।