সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুনে শ্রমিক নিহত
সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুন লেগে জহুরুল ইসলাম (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেক শ্রমিক মোহাম্মদ হোসেন (৬৬)। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প–সংলগ্ন একটি তুলা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জহুরুল খোকশাবাড়ি ইউনিয়নে গুনেরগাঁতী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুর রহমান জানান, নিহত ব্যক্তি আগুন নেভাতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাঁকে হাসপাতালে নিয়ে এলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প–সংলগ্ন একটি তুলা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. হামিম বলেন, স্থানীয় লোকজনের কাছে অগ্নিকাণ্ডের খবর জেনে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, অগ্নিকাণ্ডের খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ আসেনি।