২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রধান আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন

রিফাত শরীফ
ফাইল ছবি

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুরু হয়েছে। যুক্তিতর্কের প্রথম দিনে আজ সোমবার রিফাত হত্যা মামলার প্রধান আসামি রিফাত ফরাজীর আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।

দুপুর ১২টা থেকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামানের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। এর আগে গত ২৬ ও ২৭ আগস্ট রাষ্ট্রপক্ষ ১০ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকাসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সঠিক যুক্তি তুলে ধরেছে। প্রধান আসামি রিফাত ফরাজীর পক্ষে তাঁর আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। আগামীকাল মঙ্গলবার মামলার ২,৩, ৪ ও ৫ নম্বর আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন তাঁদের আইনজীবীরা। এ মামলায় ৭৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করবেন আদালত।

চলতি বছরের ১ জানুয়ারি বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকাসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফের স্ত্রী আয়শাকে অভিযুক্ত করে ২৪ জনের নামে পৃথক দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক আসামি ১০ এবং অপ্রাপ্তবয়স্ক আসামি ১৪ জন।

গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তাঁর স্ত্রী আয়শার সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এরপর তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই দিন বিকেলে মারা যান রিফাত শরীফ। পরদিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে প্রধান সাক্ষী করা হয় আয়শাকে।