রিকশার গ্যারেজে মিলল ৮৬ বস্তা চাল
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৯৯৯–এ ফোন পেয়ে একটি রিকশা গ্যারেজ থেকে জব্দ করা হয়েছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) ৮৬ বস্তা চাল। প্রতি বস্তায় চালের পরিমাণ ৩০ কেজি।
শাজাহানপুর থানার পুলিশ আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ওমরদিঘি বাজারের একটি রিকশা গ্যারেজ থেকে এই চাল জব্দ করে।
শাজাহানপুর থানা-পুলিশের ভাষ্যমতে, ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোন করে জানান, উপজেলার ওমরদিঘি বাজারের একটি রিকশা গ্যারেজে কালোবাজারি ও পাচারের উদ্দেশ্যে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত করা হয়েছে। এর ভিত্তিতে আজ বিকেলে ওই গুদামে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৮৬ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
রিকশা গ্যারেজটির মালিক জিয়াউর রহমান দাবি করেন, খরনা ইউনিয়নের বনভেটি গ্রামের এক চাল ব্যবসায়ী আবদুল হান্নান তাঁর গ্যারেজে এই চাল মজুত করেছিলেন।
আবদুল হান্নান জানান, ভিজিডি কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে এ চাল তিনি কিনেছেন।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আমবার হোসেন প্রথম আলোকে বলেন, চাল জব্দ করা হলেও এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা হয়নি। সরকারি এ চালের মালিক কে, তা নিশ্চিত হওয়ার জন্য থানা থেকে খাদ্য অধিদপ্তরকে অবগত করা হয়েছে।
বগুড়া জেলা খাদ্য কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি কর্মসূচির চাল গুদাম থেকে বের করার পর কেউ কালোবাজারে বিক্রি করলে কিংবা পাচারের উদ্দেশ্যে মজুত করলে এর দায় খাদ্য বিভাগের নয়। যেহেতু চালের বস্তাগুলো পুলিশ আটক করেছে, আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্বও পুলিশের, খাদ্য বিভাগের নয়।