ময়মনসিংহ শহরে উল্টো পথে ছোট যানবাহন, বিশৃঙ্খলা, দুর্ঘটনার শঙ্কা
ময়মনসিংহ শহরে প্রবেশমুখের চর কালীবাড়ি এলাকা থেকে পাটগুদাম সেতু পর্যন্ত সড়কটিতে প্রতিনিয়তই সৃষ্টি হয় যানজটের। এ কারণে বাস, ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় আটকে থাকলেও মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট কিছু যানবাহন যানজট এড়াতে উল্টো পথে যায়। এতে ব্যস্ত সড়কটিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আবার যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
ট্রাফিক বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার উদ্দেশে চলাচল করা যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। পরে শম্ভুগঞ্জ গিয়ে পৃথক তিনটি সড়ক ওই তিন জেলায় গিয়েছে। তিন জেলার বাস চলাচল করায় এবং পাটগুদাম সেতু এলাকায় সড়কটিতে প্রচুর খানাখন্দ থাকায় এ সেতু থেকে চর কালীবাড়ি টোলপ্লাজা পর্যন্ত এলাকায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। যানজটে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, অ্যাম্বুলেন্সসহ অসংখ্য যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে থাকে। তবে সড়কে চলাচলকারী বেশির ভাগ মোটরসাইকেল, কিছু অটোরিকশা ও রিকশা সড়ক বিভাজকের ভাঙা অংশ দিয়ে অপর পাশে গিয়ে উল্টো পথে চলতে শুরু করে। এর ফলে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চর কালীবাড়ি এলাকার টোল প্লাজার কাছে কয়েকটি স্থানে সড়ক বিভাজক ভাঙা। ওই সব ভাঙা অংশ দিয়ে মোটরসাইকেল ও কিছু ছোট যান উল্টো পথে যাত্রা শুরু করে। এরপর প্রায় দেড় কিলোমিটার উল্টো পথেই চলে। একজন মোটরসাইকেল আরোহী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মোটরসাইকেল উল্টো পথে চলা ওই সড়কে এখন খুব স্বাভাবিক ঘটনা। সবাই চলে বলে তিনিও চলেন।
ময়মনসিংহের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘সড়কের ওই অংশে উল্টো পথে চলা যান নিয়ন্ত্রণ করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে ব্যবস্থা নিই। সম্প্রতি আমরা আইনি ব্যবস্থার পাশাপাশি উল্টো পথে চলা চালকদের সচেতন করার কাজও করছি।’