মাছ ধরার উৎসব

>

প্রতিবছর মাঘ মাসের প্রথম দিন ঘটা করে পলো দিয়ে মাছ ধরার উৎসব উদযাপন করা হয় সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি বিলে। বিলের আশপাশের সব গ্রামে নির্দিষ্ট দিনে ঘোষণা দিয়ে উৎসব পালন করা হয়। মাছ ধরার দিন সকালে বিভিন্ন উপকরণ নিয়ে সবাই বিলে হাজির হয়ে যান। ভিন্ন এক উৎসবে পরিণত হয় দিনটি। সাম্প্রতিক এই মাছ শিকার নিয়ে ছবির গল্প।

পলো দিয়ে মাছ ধরার প্রস্তুতি
পলো দিয়ে মাছ ধরার প্রস্তুতি
মাছ ধরা শুরু
মাছ ধরা শুরু
ধরা পড়েছে বড়সড় এক রুই
ধরা পড়েছে বড়সড় এক রুই
পলোর ভেতর দিয়ে শিকারে ব্যস্ত মাছ শিকারিদের দৃশ্য
পলোর ভেতর দিয়ে শিকারে ব্যস্ত মাছ শিকারিদের দৃশ্য
মাছ পেয়ে খুব খুশি
মাছ পেয়ে খুব খুশি
মাছ পেয়ে মন ভরেছে
মাছ পেয়ে মন ভরেছে
মাছ নিয়ে বাড়ি ফেরা
মাছ নিয়ে বাড়ি ফেরা