বাগমারায় ভ্যানগাড়ি উল্টে প্রাণ গেল শিশুর
রাজশাহীর বাগমারা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উল্টে শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ডুখোলপাড়া অচিনতলা মোড়ে ভ্যানগাড়ি উল্টে তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুর নাম শায়েদুল ইসলাম (৭)। সে উপজেলার ডুখোলপাড়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাবার ভ্যানগাড়ি নিয়ে বড় ভাই শামিমুল ইসলামের (১২) সঙ্গে বের হয় শায়েদুল ইসলাম। শামিমুল ভ্যানগাড়ি চালাচ্ছিল। বাড়ির পাশে ধানখেতে কাজ করা বাবার জন্য খাবার নিয়ে যায় দুই ভাই। খাবার পৌঁছে দিয়ে ভ্যানে করে কাটাধান নিয়ে বাড়িতে ফিরছিল তারা। দুপুর ১২টার দিকে ডুখোলপাড়ার অচিনতলায় মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে শায়েদুল ভ্যান থেকে ছিটকে পড়ে চেতনা হারিয়ে ফেলে। আর শামিমুল সড়কের নিচে পড়ে সামান্য আঘাত পায়। আশপাশের লোকজন শায়েদুলকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
যোগিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান বলেন, ধান বোঝাই ভ্যানগাড়ি উল্টে শিশুটি মারা গেছে। ঘটনাটি মর্মান্তিক।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, খোঁজ নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।