পটুয়াখালীতে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জোড়া লাগানো অবস্থায় যমজ শিশুর জন্ম হয়েছে। গতকাল রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়নের মো. বশির সিকদারের স্ত্রী রেখা বেগম (১৮) জোড়া লাগানো শিশুর জন্ম দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে রেখা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। গতকাল তাঁর প্রসবব্যথা শুরু হলে অস্ত্রোপচারে সন্তানের জন্ম দেন। মা সুস্থ থাকলেও জোড়া লাগানো যমজকে নবজাতক পর্যবেক্ষণ যন্ত্রে রাখা হয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া সুলতানা বলেন, ‘কনজয়েন্ট (জোড়া লাগানো যমজ) নবজাতক প্রিম্যাচিওর (অকালে জন্ম নেওয়া)। মাত্র ৩২ সপ্তাহে এই যমজ বাচ্চা হয়েছে। এই বাচ্চার উন্নত চিকিৎসা প্রয়োজন, যা পটুয়াখালীতে সম্ভব না। তাদের চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ওই পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। এক মাস আগে রোগী আমার কাছে এলে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে বুঝতে পারি বাচ্চার ত্রুটি আছে।’
এই চিকিৎসক আরও বলেন, ‘পরবর্তী সময়ে বরিশালে পরীক্ষা করানো হলে নিশ্চিত হওয়া যায় যমজ শিশু দুটি জোড়া লাগানো অবস্থায় আছে। তাদের পাকস্থলীও জোড়া লাগানো। পেটের শিশুদের এই অবস্থার কারণে মায়ের বেশ কষ্ট হচ্ছিল। পরে ২৫ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে যমজ শিশুর জন্ম হয়।’
রেখা বেগমের স্বামী বশির সিকদার বলেন, এক মাস আগে রেখা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসক দেখানো হয়। তখন বাচ্চার ত্রুটি থাকার কথা জানা যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বলা হলেও তাঁর আর্থিক অবস্থা ভালো না থাকায় তিনি নিতে পারেননি।