পটিয়ায় গাড়ির চাপায় দুই শিশুশিক্ষার্থী নিহত
চট্টগ্রামের পটিয়ায় প্রাইভেট কারের চাপায় বাইসাইকেলের আরোহী দুই শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের সেয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলো উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরি গ্রামের মোহাম্মদ বেলালের ছেলে মোহাম্মদ সিফাত ও আশিয়া ইউনিয়নের ইলিয়াছের ছেলে মোহাম্মদ আরমান। সম্পর্কে তারা দুজন মামাতো-ফুফাতো ভাই।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইলিয়াছ ও বেলাল উপজেলার সেয়ানপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁদের ছেলে সিফাত ও আরমান আজ বিকেলে বাইসাইকেলে করে বাইপাস দিয়ে যাচ্ছিল। পথে একটি প্রাইভেট কার সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর নিকটাত্মীয় আরাফাত উদ্দিন প্রথম আলোকে বলেন, সিফাত স্থানীয় শোভনদণ্ডী কুরাংগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে এবং আরমান মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। তারা একসঙ্গে বাসা থেকে বের হয়ে সাইকেলে করে উপজেলা শহরের একটি মুদির দোকানে যাচ্ছিল।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া বলেন, দুই শিশুকে চাপা দিয়ে মেরে প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।