নারায়ণগঞ্জকে স্বাবলম্বী অবস্থায় নিয়ে যেতে চাই: মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারায়ণগঞ্জকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। ভবিষ্যতে যাতে নারায়ণগঞ্জে অনুদানের টাকা এলে বলতে পারি, আমরা স্বাবলম্বী হয়ে গেছি, এ টাকা অন্য জায়গায় দিন। আমরা নারায়ণগঞ্জকে স্বাবলম্বী অবস্থায় দেখতে চাই।’
রোববার দুপুরে নগরের শায়েস্তা খাঁ সড়কে সরকারি গণগ্রন্থাগারে রেড ক্রিসেন্টের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে পাঁচ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়।
মেয়র আইভী বলেন, ‘সিটি করপোরেশন বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সেবামূলক কাজ করে থাকে। রেড ক্রিসেন্টও এর ব্যতিক্রম নয়। আমরা যে যেখানে থাকি না কেন, সেখানে থেকেই দেশসেবা করছি। আমরা ড্রেন করে দিচ্ছি, রাস্তা করেছি, স্কুলের অবকাঠামোগত উন্নয়ন করেছি। নারী উন্নয়নে অনেক কাজ করেছি। নারীরাও কিন্তু এখন গাড়ি চালানো শেখেন। বাস, অ্যাম্বুলেন্স, ট্রেনও চালাতে পারেন নারীরা। সাহস থাকলে সব কাজ করা যায়। আমাদের কাজ করার মানসিকতা রাখতে হবে।’
আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ ছোট শহর হলেও অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ৬৩ জেলার মানুষের বসবাস। কোভিড পরিস্থিতিতে নারায়ণগঞ্জ হটস্পট ছিল। জেলায় ভাসমান মানুষের সংখ্যাও বেশি। তাদের স্থায়ী ব্যবস্থা করতে হবে। আমরা নিজেরাও বিভিন্ন প্রকল্পের আওতায় তাদের জন্য কাজ করছি। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন।’
জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূর উর রহমান, ব্রিটিশ রেডক্রসের প্রতিনিধি আশিষ কুমার কুন্ডু ও রেড ক্রিসেন্টের পরিচালক ইকরাম ইলাহী চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজ হাসান, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সদস্য দেলোয়ার হোসেন, সাবেক সাংসদ হোসনে আরা বাবলি, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, জাকির হোসেন, ফারুক হোসেন, ব্রিটিশ রেডক্রসের প্রতিনিধি কামরুল হাসান, সহকারী পরিচালক শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।