নাটোরে আগুনে পুড়ল ৩০ বিঘা জমির আখ

আখ খেত
ফাইল ছবি

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের নিজস্ব ৩০ বিঘা জমির আখ আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় চিনিকল এলাকার সাবজোনের পেছনে এ ঘটনা ঘটে।

লালপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা সাব্বির আহম্মদ বলেন, গতকাল সন্ধ্যায় আখখেতে আগুন দেখে স্থানীয় লোকজন খবর দিলে লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ূন কবীর বলেন, মিলজোনের ১ নম্বর সাবজোন এলাকায় আখের জমিতে দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে। চিনিকলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মিল কর্তৃপক্ষ থানায় জিডি করেছে। তদন্ত করে দেখা হচ্ছে, ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।