নাটোরে আগুনে পুড়ল ৩০ বিঘা জমির আখ
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের নিজস্ব ৩০ বিঘা জমির আখ আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় চিনিকল এলাকার সাবজোনের পেছনে এ ঘটনা ঘটে।
লালপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা সাব্বির আহম্মদ বলেন, গতকাল সন্ধ্যায় আখখেতে আগুন দেখে স্থানীয় লোকজন খবর দিলে লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ূন কবীর বলেন, মিলজোনের ১ নম্বর সাবজোন এলাকায় আখের জমিতে দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে। চিনিকলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া লালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মিল কর্তৃপক্ষ থানায় জিডি করেছে। তদন্ত করে দেখা হচ্ছে, ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।