দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, বইছে মৃদু শৈত্যপ্রবাহ
বছরের প্রথম দিন আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এখানে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেঁকে বসেছে শীত। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। তবে সকাল নয়টার পর দেখা মিলেছে ঝলমলে রোদের।
আজ সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে গত তিন বছরের তুলনায় তেঁতুলিয়ার বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে।
এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালের ১ জানুয়ারি সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১৯ সালের ১ জানুয়ারি সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সম্প্রতি আকাশে মেঘ জমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছিল। এখন আকাশে মেঘ ও জলীয় বাষ্পের পরিমাণ কমে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। কুয়াশার পরিমাণও কিছুটা বেড়েছে। এ ছাড়া উত্তরের শীতল বাতাস এই এলাকায় সরাসরি প্রবেশ করায় শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন তেঁতুলিয়ার তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি জানান।