জমির বিরোধে প্রতিবেশী নারীকে উত্তপ্ত তরল ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ

পিরোজপুর জেলা

রেকসনা বেগমের (২৬) বাবার সঙ্গে একখণ্ড জমি (বাগান) নিয়ে প্রতিবেশীদের বিরোধ রয়েছে। বৃহস্পতিবার সেই বিরোধপূর্ণ বাগানে জ্বালানি কাঠ কুড়াতে গেলে প্রতিবেশী নারীরা তাঁকে বেদম মারধর করেন। এরপর তাঁর গায়ে বোতলভর্তি গরম পানি বা তেল ঢেলে দেওয়া হয়। এতে রেকসনার ডান হাত ঝলসে যায়।

গত বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রেকসনাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, রেকসনা বেগমের স্বামী ওমানপ্রবাসী। এক মেয়েকে নিয়ে পারসাতুরিয়া গ্রামে বাবার বাড়িতে থাকেন রেকসনা। তাঁর বাবা সাইদুর রহমান মীরের সঙ্গে প্রতিবেশী এমদাদ হোসেন ও হারুন অর রশিদের জমি নিয়ে বিরোধ রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে রেকসনা বেগম বিরোধপূর্ণ জমিতে গেলে হারুন অর রশিদের স্ত্রী বিউটি বেগম এবং তাঁর দুই মেয়ে মালা আক্তার ও নূপুর বেগমের সঙ্গে কথা–কাটাকাটির হয়। একপর্যায়ে তাঁরা রেকসনাকে মারধর করে গায়ে উত্তপ্ত তরল ঢেলে দেন। স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, রেকসনা বেগমের ডান হাত তরল দাহ্য পদার্থে ঝলসে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় গত শুক্রবার রাতে রেকসনা বেগমের ছোট ভাই মিজান মীর চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।