চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলায় দুই কাউন্সিলর কারাগারে
ঝালকাঠিতে চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় পৌর কাউন্সিলর হুমায়ুন কবীর খান ও শাহ আলম খান ওরফে ফারসুসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়ে তাঁরা আত্মসমর্পণ করেন। পরে আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হুমায়ুন কবীর খান ও শাহ আলম খান সম্পর্কে আপন দুই ভাই। তাঁরা ঝালকাঠি পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
মামলার বিবরণ ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর আধিপত্য বিস্তার নিয়ে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার ব্যবসায়ী দুই ভাই ইদ্রিস শরীফ ও ইলিয়াস শরীফকে কুপিয়ে আহত করেন কাউন্সিলর হুমায়ুন কবীর খান, কাউন্সিলর শাহ আলম খান, কিফায়েত নগর এলাকার বাসিন্দা খবির ব্যাপারী, রিয়াজ মৃধা, খলিল তালুকদার ও হাসিবুল হাসান। একই দিন সদর উপজেলার কৃত্তিপাশা এলাকার মজিবুর রহমানের ছেলে ঠিকাদার নাঈম আহম্মেদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাঁকে মারধর করেন তাঁরা। এ ঘটনায় ইদ্রিস শরীফ ও নাঈম আহম্মেদ ঝালকাঠি সদর থানায় হত্যাচেষ্টা ও চাঁদাবাজির আলাদা দুটি মামলা করেন। মামলার পর থেকে আসামিরা প্রায় ১০ মাস পলাতক ছিলেন। রোববার আসামিরা জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন।