চট্টগ্রামে বাসায় গ্যাস বিস্ফোরণে দুই বোন দগ্ধ
চট্টগ্রাম নগরের রাহাত্তরপুল এলাকার একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দুই বোন দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন সাবরিনা খালেদ (২৪) ও সামিয়া খালেদ (১৮)। গুরুতর অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরের বাকলিয়া থানার রাহাত্তরপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে। ছয়তলা ভবনের পঞ্চম তলায় গ্যাস বিস্ফোরণে আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেন। এরপর আহত দুই বোনকে হাসপাতালে নিয়ে আসেন।
গ্যাস বিস্ফোরণে আহত সাবরিনা খালেদ চট্টগ্রাম নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। সামিয়া উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত। তাঁদের গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার ফতেহ নগরে। মাকে নিয়ে নগরের বাসায় থাকতেন দুই বোন। বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।
নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক প্রথম আলোকে বলেন, দুটি কারণে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। হয়তো রান্না করে চুলা বন্ধ করতে ভুলে গেছেন অথবা গ্যাস লিক হয়ে থাকতে পারে। তবে দুই বোনের সঙ্গে কথা বলতে পারলে আসল ঘটনা জানা যেত। কিন্তু চিকিৎসক জানিয়েছেন, আগুনে দুই বোনের শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুনে ঘরের একটি কক্ষের খাট ও কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। কীভাবে আগুনের সূত্রপাত, তা তদন্ত করা হচ্ছে।