চট্টগ্রামে উড়ালসড়কের র‍্যাম্পের পিলারে ফাটল, যান চলাচল বন্ধ

সোমবার রাতে চট্টগ্রামের বহদ্দারহাটে এম এ মান্নান উড়ালসড়কের র‍্যাম্পে পিলারে ফাটল দেখা দেওয়ার পর সেখান দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে এম এ মান্নান উড়ালসড়কের র‍্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। নগরের আরাকান সড়কমুখী র‍্যাম্পের পিলারে এ ফাটল হয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার রাত সাড়ে ১০টা থেকে উড়ালসড়কের এ অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

উড়ালসড়কের ফাটলের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান প্রথম আলোকে রাতে বলেন, বহদ্দারহাটে উড়ালসড়কের  ফাটলের বিষয়টি সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) জানানো হয়েছে। তারা সকালে এসে করণীয় নির্ধারণ করবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুর হক প্রথম আলোকে বলেন, রাত ১১টার দিকে ফাটলের বিষয়টি জেনে ঘটনাস্থলে এসেছেন। আপাতত নিরাপত্তার স্বার্থে উড়ালসড়কের র‍্যাম্পে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

নিচের রাস্তার ভাসমান দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। ফাটলের বিষয়টি সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে জানানো হয়েছে। মঙ্গলবার সিটি করপোরেশন ও সিডিএর প্রকৌশলীরা এ নিয়ে বসবেন বলে মেয়র জানিয়েছেন।

উড়ালসড়কের র‍্যাম্পের পিলারে ফাটল দেখা দেওয়ায় এখন করণীয় ঠিক করতে মঙ্গলবার বসবেন সিটি করপোরেশন ও সিডিএর প্রকৌশলীরা
ছবি: সংগৃহীত

এ উড়ালসড়কের নির্মাণকাজ চলাকালে ২০১২ সালের নভেম্বরে গার্ডার ধসে ১৪ জন নিহত হয়। এরপর নির্মাণকাজ তদারকির দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনী। তবে র‍্যাম্প নির্মাণের কাজ করেছিল সিডিএ। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে এ কাজ করানো হয়। ২০১৭ সালের ডিসেম্বরে এ উড়ালসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।