গাইবান্ধা জেনারেল হাসপাতাল: মারধরের প্রতিবাদে বহির্বিভাগে সেবা বন্ধ
গাইবান্ধা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে আজ বুধবার সকাল থেকে চিকিৎসাসেবা পাননি রোগীরা। লাঞ্ছিত করার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেন। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়। তাঁর স্বজনেরা ভুল চিকিৎসার অভিযোগ এনে এক চিকিৎসককে লাঞ্ছিত ও দুই নার্সকে মারধর করেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মেহেদী ইকবাল বলেন, ‘চিকিৎসক ও নার্সদের সেবা কার্যক্রম চালু রাখার জন্য অনুরোধ করেছিলাম। তারপরও তাঁরা বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন। তবে অন্তর্বিভাগে স্বাভাবিক কার্যক্রম চলছে।’
মেহেদী ইকবাল আরও বলেন, ‘যদি ভুল চিকিৎসায় কোনো রোগীর মৃত্যু হয়, তাহলে রোগীর আত্মীয়স্বজন আমার কাছে অভিযোগ দিতে পারতেন। আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তাঁরা চিকিৎসক ও নার্সের ওপর হামলা চালান এবং লাঞ্ছিত করেন। এটা বেআইনি। আমরা থানায় অভিযোগ করেছি।’
কর্মবিরতির কারণে চিকিৎসা নিতে এসে রোগীরা বাধ্য হয়ে ফিরে যান। সকালে ছেলেকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন গাইবান্ধা শহরের পলাশপাড়া এলাকার নজরুল ইসলাম। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টায় ছোট ছেলেকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ ছিল।’
এ সম্পর্কে আজ বেলা পৌনে চারটার দিকে সিভিল সার্জন আ ম আখতারুজ্জামান বলেন, চিকিৎসক ও নার্সদের মারধর ও লাঞ্ছিত করার বিষয়টি দুঃখজনক। চিকিৎসক ও নার্সদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।