খুলনায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণে অর্থ দিল বিএনপি
খুলনার কয়রায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ দিয়েছে খুলনা বিএনপি। শনিবার দুপুরে খুলনা নগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কয়রা উপজেলার বেদকাশী বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম। উপস্থিত ছিলেন খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং স্থানীয় নেতা-কর্মীরা।
এটি ছিল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় দলের তিন দিনের কর্মসূচির অংশ। অনুষ্ঠানে ৫০টি পরিবারকে গৃহ নির্মাণে নগদ অর্থ প্রদানের পাশাপাশি ৩০০ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আম্পানে বিধ্বস্ত কয়রার জনগণকে বাঁচাতে জরুরিভাবে মানবিক সাহায্যের আহ্বান জানান বিএনপি নেতা নজরুল ইসলাম। দলটির নেতারা বলেন, উন্নয়নের ফাঁকা বুলি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার। টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে বারবার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখা হয়নি। এর মাধ্যমে অমানবিক আচরণ করা হয়েছে কয়রাবাসীর সঙ্গে। ঘূর্ণিঝড় ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরিভাবে বেড়িবাঁধ ও রাস্তা সংস্কারের দাবি জানান নেতারা।