খুলনায় কাঁচাবাজারে আগুন, ২৬টি দোকান পুড়ে ছাই
খুলনা নগরের রূপসা পাইকারি কাঁচাবাজারে আগুন লেগে অন্তত ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
রূপসা পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. রমজান আলী হাওলাদার বলেন, কাঁচাবাজারের একটি ককশিটের গুদাম থেকে আগুনের সূত্রপাত। সেখানে কেউ সিগারেট খেয়ে ককশিটের ওপর ফেলেছিল বলে তাঁরা ধারণা করছেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কাঁচাবাজারের ২১টি ঘর ও পাশের সুলতান শিকদারের বাড়ির পাঁচটি ঘর আগুনে পুড়ে গেছে।
কেউ সিগারেট খেয়ে ককশিটের ওপর ফেলেছিল বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত।
রমজান আলী হাওলাদার আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আসে। ততক্ষণে অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের যে ঘরগুলো পুড়ে যায়, সেগুলোর প্রতিটিতে থাকা দু–তিন ট্রাক কলা পুড়ে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন ফল ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা শামসুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের টুটপাড়ার তিনটি ও বয়রার একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।