খুলনায় ইউপি নির্বাচন: আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা
খুলনা জেলায় ৯টি উপজেলায় ৬৮টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে খুলনার পাঁচটি উপজেলার ৩৫টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় দলের প্রার্থী চূড়ান্ত করা হয়।
জেলার ৩৫ ইউনিয়নে মাত্র একজন নারী পেয়েছেন নৌকা প্রতীক। ওই নারীর নাম ফারহানা নাজনীন। তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার পাঁচ উপজেলার ৩৫টি ইউপিতে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের উপজেলাভিত্তিক তালিকা দেওয়া হলো:
পাইকগাছা: হরিঢালী ইউপিতে বেনজির আহমেদ, কপিলমুনিতে কওছার আলী জোয়াদ্দার, লতায় কাজল কান্তি বিশ্বাস, দেলুটিতে রিপন কুমার মণ্ডল, সোলাদানায় আবদুল মান্নান গাজী, লস্করে কে এম আরিফুজ্জান তুহিন, গদাইপুরে শেখ জিয়াদুল ইসলাম, রাড়ুলীতে আবুল কালাম আজাদ, চাঁদখালীতে মুনসুর আলী গাজী ও গড়াইখালী ইউপিতে রুহুল আমিন বিশ্বাস।
কয়রা: কয়রা সদর ইউপিতে এস এম বাহারুল, মহারাজপুরে মো. আবদুল্লাহ আল মাহমুদ, মহেশ্বরীপুরে মো. শাহনেওয়াজ শিকারী, উত্তর বেদকাশীতে সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশীতে গাজী শামসুর রহমান, আমাদিতে জিয়াউর রহমান জুয়েল ও বাগালী ইউনিয়নে আব্দুস সামাদ গাজী।
দাকোপ: পানখালী ইউপিতে শেখ আবদুর কাদের, দাকোপ ইউপিতে বিনয় কৃষ্ণ রায়, লাউডোবে শেখ যুবরাজ, কৈলাসগঞ্জে মিহির মণ্ডল, কামারখোলায় পঞ্চানন কুমার মণ্ডল, তিলডাঙ্গায় রণজিৎ কুমার মণ্ডল, বাজুয়ায় মানস কুমার রায় ও বানিশান্তা ইউপিতে সুদেব কুমার রায়।
দিঘলিয়া: গাজীরহাট ইউপিতে মো. কামাল উদ্দিন সিদ্দিক হেলাল, বারাকপুরে গাজী জাকির হোসেন, সেনহাটিতে ফারহানা নাজনীন, দিঘলিয়ায় মো. ফিরোজ মোল্লা, আড়ংঘাটায় মো. মফিজুর রহমান ও যোগীপুলে শেখ আনিছুর রহমান।
বটিয়াঘাটা: বালিয়াডাঙ্গা ইউপিতে মো. মুশিবর রহমান শেখ, গঙ্গারামপুরে শেখ মো. হাদি-উজ-জামান ও আমিরপুর ইউপিতে জিএম মিলন।
খুলনা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। আগামী ১১ এপ্রিল ওই ইউপিগুলোয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।