কুষ্টিয়ায় তিনজনকে গুলি: হত্যা মামলা করলেন নিহত আসমার মা
কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর কুষ্টিয়া মডেল থানায় হাজির হয়ে নিহত আসমা খাতুনের মা হাসিনা খাতুন বাদী হয়ে এ হত্যা মামলা করেন। মামলায় পুলিশের সহকারী উপপরিদর্শককে (এএসআই) একমাত্র আসামি করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যার পর আসমা খাতুনের মা হাসিনা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামি সৌমেনকে দুপুরের পর যেকোনো সময় আদালতে নেওয়া হবে। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’
এদিকে আজ সকালে নিহত তিনজনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে থেকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। নিহত নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের পর নিজ নিজ গ্রামের বাড়িতে তাঁদের লাশ দাফন করা হবে।
গতকাল কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। এই তিনজন হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের আমির আলীর মেয়ে আসমা খাতুন (৩৪), আসমার ছেলে রবিন (৬) ও একই উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা গ্রামের শাকিল খান (২৩)। রবিন আসমার সাবেক স্বামীর সন্তান।
তিনজনকে গুলি করে হত্যার অভিযোগে আসমার তৃতীয় স্বামী এএসআই সৌমেন রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তার সৌমেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসমার সঙ্গে শাকিলের সম্পর্ক ছিল। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।