কুকুরের কামড়ে ১৫ জন হাসপাতালে, এলাকায় আতঙ্ক

সৈয়দপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত একজন। রোববার রাতে তোলা
ছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বেওয়ারিশ একটি কুকুর ১৫ জনকে কামড়িয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা শহরের মিস্ত্রিপাড়া, সাহেবপাড়া, বাশাবড়িসহ আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে ১০ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ও পাঁচজনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাঁদের কুকুরে কামড়িয়েছে, তাঁরা হলেন শাবানা আকতার (৩৫), রোজি আকতার (৩০), জবির হাসান (৩০), ইবরার হোসেন (৪৫), হায়দার আলী (৪০), কামাল হোসেন (৪৮), রাজু (২৮), ইসমাইল (৮), ইব্রাহিম (১২) ও মোস্তাফিজুর (৬৬)। তাঁদের সবার বাড়ি মিস্ত্রিপাড়া ও সাহেবপাড়ায়। বাকি পাঁচজন নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তাঁদের নাম জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহল্লার লোকজনকে দল বেঁধে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। এলাকাবাসীর ভাষ্য, সন্ধ্যার পর থেকে একটি বেওয়ারিশ কুকুর পথচারীসহ মহল্লার অন্তত ১৫ জনকে কামড়ে ক্ষতবিক্ষত করেছে। কুকুরটি আড়ালে থেকে অতর্কিতভাবে পথচারীদের ওপর হামলে পড়ছে।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, গতকাল রাত আটটা পর্যন্ত কুকুরে কামড়ানো ১০ নারী-শিশুকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাঁচজনকে নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।