কাঁচা মরিচের ফলন ভালো
>বগুড়ায় এবার কাঁচা মরিচের ভালো আবাদ হয়েছে। ফলনও ভালো। কিন্তু দাম কম হওয়ায় কৃষকের মুখ মলিন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তেঘড়ি গ্রামের মাঠে কৃষক জুয়েল রানা প্রথম আলোকে বলেন, এবার তাঁর ৩ বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। মোকামে মরিচের যে দাম তাতে লোকসান গুনতে হবে। পাইকারিতে প্রতি মণ মরিচ ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেই মরিচ নিয়ে এই ছবির গল্প।