২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কথিত ‘আলিবাবা’ গ্রুপের তিনজন গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

‘আলিবাবা’ গ্রুপের পরিবেশক নিয়োগের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের র‍্যাব-১১-এর সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। আজ মঙ্গলবার দুপুরে বিজ্ঞপ্তি দিয়ে এসব কথা জানান র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সিরাজগঞ্জের কামারখন্দের ঝাটিবেলাই এলাকার মেহেদী হাসান (২৮), নওগাঁর আত্রাইয়ের পতিসর এলাকার তপন কুমার (৪৯) ও চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়ার সাইফুল আলম (৪৫)।

একটি প্রতারক চক্র বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘আলিবাবা’কে নকল করে ফেসবুকে ‘আলিবাবা গ্রুপ’ নামে একটি পাতা খুলে প্রতারণা চালিয়ে আসছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘আলিবাবা’কে নকল করে ফেসবুকে ‘আলিবাবা গ্রুপ’ নামে একটি পাতা খুলেছে। এই পাতা ব্যবহার করে চক্রটি আলিবাবা ব্র্যান্ডের পণ্য বাজারজাত করার কথা বলে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে পরিবেশক নিয়োগ করে প্রচারণা চালিয়ে আসছিল। ফেসবুকে চটকদার বিজ্ঞাপনের প্রচারণা দেখে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের ব্যবসায়ীরা আকর্ষিত হয়ে চক্রটির সঙ্গে যোগাযোগ করেন। রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে চক্রটি ব্যবসায়ীদের ডেকে আনে। চক্রটি পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) লোগো ব্যবহার করে ভুয়া পণ্য দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পরে ঘন ঘন অফিস পরিবর্তন করে চক্রটি এসব টাকা আত্মসাৎ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কয়েকজন ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের অফিস থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন বাবা ব্র্যান্ডের লোগোযুক্ত পণ্য বাবা ফ্রুট, বাবা আইস ললি, বাবা আপ, বাবা আমব্রেলা চকলেট, পরিবেশক নিয়োগের ফরম, ব্যাংক জমা রশিদ, পণ্যের অর্ডার কাটা বই, পণ্যের সাইজ ও মূল্য তালিকা, সয়াবিন তেলের লেবেল, ভিজিটিং কার্ড, বেতন সিট, পণ্যের ক্যাটালগ ইত্যাদি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।