ঈশ্বরগঞ্জে দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজীর কলস গ্রাম থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো কাজীর কলস গ্রামের রাজীব মিয়ার মেয়ে সায়মা (৫) ও জাহাঙ্গীর আলমের মেয়ে তৃপ্তি (৪)। তারা দুজন খালাতো বোন।
শিশু দুটিকে হত্যার কারণ এখনো জানতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় শিশু দুটির মামা মাহবুবকে (১৯) আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মিয়া।